মোটরসাইকেলের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:০২ পিএম, ২৮ এপ্রিল ২০১৯

নওগাঁয় মোটরসাইকেলের ধাক্কায় মাহবুল আলম নামে ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে নওগাঁ-সান্তাহার রোডে শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুল নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বড়মহেষপুর গ্রামের আজগর আলীর ছেলে। তিনি জয়পুরহাট জেলার ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন।

নওগাঁ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক একেএম মোরশেদ বলেন, মাহবুল আলম ফায়ার সার্ভিস স্টেশনে একটি বিশেষ কাজের জন্য এসেছিলেন। কাজ শেষ করে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাহবুল আলম মারা যান।

আব্বাস আলী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।