পিকনিকের খাবার খেয়ে বাবা-ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

নওগাঁর মহাদেবপুরে খাদ্যে বিষক্রিয়ায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দরিয়াপুর গ্রামের অরুন কুমার কুন্ড (৬০) ও তার ছেলে চন্দন কুমার কুন্ড (২৫)।

স্থানীয়রা জানায়, রোববার রাতে উপজেলার সদরের শিবগঞ্জ মোড়ে ব্যবসা প্রতিষ্ঠানে পিকনিকের খাবার খাওয়ার পর নিজ বাড়িতে চলে যান বাবা অরুন কুমার কুন্ড ও তার ছেলে চন্দন কুমার কুন্ডু। বাড়ি যাওয়ার পর বাবা-ছেলে অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১০টা পর্যন্ত পাতলা পায়খানা ও বমি নিয়ন্ত্রণ না হওয়ায় প্রতিবেশীরা তাদেরকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত ১২টার দিকে অরুন কুমার কুন্ড চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। অপরদিকে ছেলে চন্দন কুমার কুন্ডর অবস্থার অবনতি হলে তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিসিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তিনি।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গরমের মধ্যে রাতে তারা পিকনিকের খাবার খেয়েছিলেন। খাদ্যে বিষক্রিয়ায় তাদের বমি ও পাতলা পায়খানা হয়। ধারণা করা হচ্ছে- বিষক্রিয়ায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

আব্বাস আলী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।