ঠাকুরগাঁওয়ে বাসাচাপায় নিহত ১
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় কালা চান (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার রাতে শহরের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কাচাঁমাল আরতের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি আশিকুর রহমান।
নিহত কালা চান শহরের মুজিবনগর এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, নেকমরদ থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল শ্যামলী কোচটি। এসময় ভ্যান নিয়ে রাস্তা পাড় হওয়ায় সময় কোচটি কালা চানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
রবিউল এহসান রিপন/এনএফ/জেআইএম