মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২২ মে ২০১৯

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বাঘাটিয়া ও গন্ডমারা গ্রামবাসীর মধ্যে মাছ ধরা নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে খালিয়াজুরী উপজেলার বাঘাটিয়া মালিখাল হাওরের খাস জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে বাঘাটিয়ার সত্যেন্দ্র (৫৫), মনোজ (৩০), রাজু (২৫) ও গন্ডামারার রনিকে (১৪) খালিয়াজুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বাঘাটিয়া মালিখাল হাওরে অন্যান্য বছর ওই দুই গ্রামবাসী মিলে মাছ ধরতো। এবার বাঘাটিয়া গ্রামের লোকজন গন্ডামার গ্রামের লোকদের মাছ ধরতে বাধা দেয়ায় এ সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষকে ঘায়েল করতে দুইপক্ষই বল্লম ও পাথর নিক্ষেপ করেছিল ঘণ্টাব্যাপী। পরে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করেছে।

খালিয়াজুরী থানা পুলিশের ওসি এটিএম মাহমুদুল হক বলেন, সরকারি জায়গা দখল করে মাছ ধরতে গিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়েছিল। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

কামাল হোসাইন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।