নারী নির্যাতন মামলায় বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৩ জুন ২০১৯

মেহেরপুরের গাংনীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার গরীবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার গরীবপুর গ্রামের ইনামুল হক (৫৫) ও তার ছেলে রাজন (২৫)।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গ্রেফতার রাজন ১০ মাস আগে পলাশীপাড়ার মোহনের মেয়ে শাপলাকে কুষ্টিয়া কাজি অফিসে নিয়ে বিয়ে করেন। সেই থেকে শাপলা স্বামী রাজনের সঙ্গে বসবাস করছে। এতে রাগে ও ক্ষোভে শাপলার ভাই রুবেল রাজন ও তার বাবা ইনামুলের নামে মেহেরপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়।

আসিফ ইকবাল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।