নওগাঁয় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৪ জুন ২০১৯

নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ইমন নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির খালা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের বেংডম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন জেলার মহাদেবপুর উপজেলার কুঞ্জবন গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে তার খালার সঙ্গে বেংডম গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, পত্নীতলার নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের বেংডম নামক স্থানে বাস থেকে নামার পর রাস্তা পার হচ্ছিলেন তারা। এসময় অসাবধানতা বশত বদলগাছী হতে নজিপুরগামী একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু ইমন মারা যায়। শিশুটির খালাকে আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

আব্বাস আলী/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।