সড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৮ জুন ২০১৯

মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। শনিবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার ভাটপাড়া ডিসি ইকো পার্কে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে গ্রামবাসী ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর সঙ্গে হামলা ও পাল্টা হামলার ঘটনায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাতজন আহত হন।

meherpur

পার্কের লোকজনের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত নয়। অথচ নেতাকর্মীর ওপর গ্রামবাসী হামলা চালিয়েছে দাবি করে তাদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে ছাত্রলীগ। পরে গাংনী থানা পুলিশের ওসি হরেন্দ্র নাথ সরকারের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ দিয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আবারও আন্দোলন করা হবে।

আসিফ ইকবাল/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।