নানা বাড়িতে দুই নাতনির করুণ মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১০ জুন ২০১৯
ফাইল ছবি

মৌলভীবাজারের বড়লেখায় নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বড়লেখা উপজেলার উত্তর পকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তরা হলো বড়লেখা উপজেলার হলদিরপার গ্রামের আব্দুল আহাদের মেয়ে লামিয়া আক্তার (১৪) এবং বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের ময়না মিয়ার মেয়ে শাম্মি আক্তার (১২)। সম্পর্কে তারা খালাতো বোন।

স্থানীয়রা জানিয়েছে, পরিবারের সঙ্গে লামিয়া ও শাম্মি বড়লেখার উত্তর পকুয়া গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। সোমবার সকালে তারা পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় দুজনই পানিতে ডুবে যায়। পরে স্বজনরা উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মোশাররফ হোসেন।

রিপন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।