পল্লী বিদ্যুৎ সমিতির ভুলে প্রাণ গেল শিশুর, আহত ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১০ জুন ২০১৯

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন আলী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের গোবর্দ্ধন আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই গ্রামের আতিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ওই গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ দিতে কাজ করছিল পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন। শ্রমিকদের কাজ করার দৃশ্য দেখতে ভিড় জমায় গ্রামের শিশুরা। এ সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার নিয়ে খেলছিল শিশুরা। হঠাৎ ওই লাইনে বিদ্যুৎ সংযোগ দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শিশুসহ আটজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ইয়াসিন আলী নামে এক শিশুকে মৃত ঘোষণা করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিদ্যুতের তিন কর্মীকে আটক করে রাখে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।