মাকে কুপিয়ে রক্তাক্ত করল ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৫ জুন ২০১৯

পিরোজপুরের ইন্দুরকানীতে গুলের দাম না দেয়ায় মাকে কুপিয়ে রক্তাক্ত করেছে এক ছেলে। এ ঘটনায় ছেলে মাহবুবকে (৩০) শনিবার দুপুরে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের উত্তর কলারণ গ্রামের চরবলেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার উত্তর কলারণ গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মাহবুব তার মা পিয়ারা বেগমের কাছে গুল কেনার জন্য ১০ টাকা চায়। টাকা না দেয়ায় ক্ষোভে দা দিয়ে মাকে কুপিয়ে রক্তাক্ত করে সে। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে রাতেই মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় ওই ঘরে তার মা একাই ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, গুলের টাকা না দেয়ায় মাকে দা দিয়ে ছেলে কুপিয়ে গুরুতর জখম করেছে। আহত মায়ের পেটে ১৫টি সেলাই দেয়া হয়েছে।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, এ ঘটনায় ছেলে মাহবুবকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।