বাজারে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১৮ জুন ২০১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মীর হোসেন নামের ৭৪ বছর বয়স্ক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার বালুয়া বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীর হোসেন উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রামের বাসিন্দা।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মেহেদি হাসান জানান, আজ বিকেলে বালুয়া বাজার এলাকায় হাঁটাহাঁটি করছিলেন মীর হোসেন। এসময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তবে কোন গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ বা এলাকাবাসী।

জাহিদ খন্দকার/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।