ইসলামবিদ্বেষী পোস্ট শেয়ার করায় শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২২ জুন ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়ায় শ্রীধাম দেবনাথ (২৭) নামের খণ্ডকালীন এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে মৌলভীবাজার শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াদৌস হাসান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শ্রীধামকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, কুলাউড়ার বরমচাল স্কুল অ্যান্ড কলেজের খণ্ডকালীন শিক্ষক শ্রীধাম দেবনাথ কিছুদিন আগে ‘সনাতনী যোদ্ধা’ নামের একটি ফেসবুক পেজ থেকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একজন শিক্ষক হয়ে এমন অশ্লীল ও ধর্মীয় উসকানিমূলক পোস্ট শেয়ার করায় বরমচাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা ২২ জুন জরুরি সভা ডাকে। সভায় শ্রীধামকে বহিষ্কার করা হয়।

এ ঘটনায় কুলাউড়া থানায় বরমচাল বাজার কমিটির সভাপতি আবু হোসেন বাদী হয়ে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার প্রেক্ষিতে শ্রীধামকে গ্রেফতার করে পুলিশ।

রিপন দে/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।