তরুণীকে হত্যা মামলায় যুবকের ফাঁসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৭ জুন ২০১৯
প্রতীকী ছবি

পিরোজপুরে তরুণীকে অপহরণের পর হত্যার অভিযোগে লিটন মন্ডল (৩৪) নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত লিটন মন্ডল জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর গ্রামের সুধীর রঞ্জন মন্ডলের ছেলে।

মামলার রায়ে জানা গেছে, লিটন মন্ডল ২০০৯ সালের ১৪ মে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের সুভাষ চন্দ্র দেউড়ীর মেয়ে কলেজছাত্রী ঝর্ণা রানী দেউড়ীকে নেছারাবাদ উপজেলার কৌড়িখারা থেকে ট্রলারে করে অপহরণ করে। পরে তার বাবা পত্রিকায় সংবাদ দেখে একই বছরের ১৭ মে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী থেকে মেয়ের মরদেহ পুলিশের সহায়তায় উদ্ধার করেন।

এ ঘটনায় সুভাষ চন্দ্র বাদী হয়ে জেলার নেছারাবাদ থানায় লিটনসহ ৪/৫ জন অজ্ঞাতানামার বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন।

লিটন মন্ডল পলাতক থাকায় আদালত তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা এবং আসামিপক্ষে অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস ও অ্যাডভোকেট ফাতেমা বেগম লাকী মামলা পরিচালনা করেন।

মাহামুদুর রহমান মাসুদ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।