নাম ধরে ডাকায় কুপিয়ে জখম!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৮ জুন ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাম ধরে ডাক দেয়ার কারণে ঈমানী হোসেন অন্তর (১৭) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কের রেবতী টি স্টলের সামনে এ ঘটনা ঘটে।

আহত ঈমানী হোসেন অন্তর সদ্য এসএসসি পরীক্ষা পাশ করে ঢাকার নটরডেম কলেজে চান্স পেয়েছে। সে শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া সড়কের জরিফ মিয়ার ছেলে।

ভাই মোশাররফ হোসেন রাজ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাগর নামে একটি কিশোরকে রাস্তায় পেয়ে নাম ধরে ডাক দিলে সে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঈমানীকে জখম করে এবং পালিয়ে যায়। ঘটনার পর আহত ঈমানীকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সাগর আগে একসঙ্গে চলাফেরা করতো পরবর্তীতে সে বাইরে চলে যায়। এই ঘটনায় উপজেলার শ্যামলী এলাকার সাগর ও ইমনসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, আমরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

রিপন দে/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।