সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০১:০০ পিএম, ২৯ জুন ২০১৯
ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারে সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বরমচালে খালে ছিটকে পড়া ট্রেনের বগি উদ্ধারের কাজ চলছে, তাই এই লাইনে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উদ্ধার কাজ শেষ হলে লাইন স্বাভাবিক হবে।

এদিকে কুলাউড়ার ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, উদ্ধার কাজ শেষ হতে কত সময় লাগবে বলা যাচ্ছে না। তবে দ্রুত কাজ করা হচ্ছে।

তিনি জানান, খালে রেলের বগি থাকায় পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটাচ্ছে। যার ফলে ঝুঁকি বাড়ছে সেতুটির। তাই দ্রুত উদ্ধারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রিপন দে/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।