বাকপ্রতিবন্ধী স্ত্রীর সন্ধান চান স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১১:২০ এএম, ৩০ জুন ২০১৯

লক্ষ্মীপুরের রায়পুরে ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন নাজমা বেগম (৩৮) নামে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূ। সম্ভাব্য সব স্থান ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খুঁজেও শনিবার (২৯ জুন) বিকেল পর্যন্ত কোথাও তার সন্ধান মেলেনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৬ মাস আগে রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার পীর বাড়ির জিসান আহম্মেদের সঙ্গে নাজমার বিয়ে হয়। গত ২২ জুন কাউকে কিছু না জানিয়ে নাজমা ভোর ৬টার দিকে ঘরে থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এরপর সম্ভাব্য সব স্থান ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় সেই দিনই স্বামী জিসান রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৮৮) করেন।

জিসান আহম্মেদ জানান, তার স্ত্রী বাক প্রতিবন্ধী। হঠাৎ তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ায় পরিবারের লোকজন দুঃশ্চিন্তায় আছেন। কেউ তার সন্ধান পেলে ০১৭১২৫৭৪২৬৮ (জিসান) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, নাজমা বেগম নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। তার সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

কাজল কায়েস/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।