অটোরিকশা চালিয়ে নগর ঘুরলেন মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০১ জুলাই ২০১৯

নতুন মডেলের অটোরিকশা চালিয়ে নগর ঘুরলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেলে নগরভবনে নতুন মডেলের অটোরিকশা দেখে সেটির চালকের আসনে বসে পড়েন মেয়র।

এরপর নগরভবনের সামনে থেকে কাদিরগঞ্জ গ্রেটার রোড হয়ে বর্ণালী ঘুরে পুনরায় নগর ভবনে ফেরেন মেয়র লিটন। যাবার পথে চালকের আসনে থাকলেও ফেরার পথে চালকের পাশের আসনে বসেন তিনি।

এসময় অটোরিকশার যাত্রী হন কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী ও আবদুল মোমিন। পথে হাত নেড়ে নগরবাসীকে শুভেচ্ছাও জানান লিটন।

মেয়রের অটোরিকশা চালনার ভিডিও মুঠোফোনে ধারণ করেন কেউ কেউ। এরপর তা ভাইরাল হয়ে যায়।

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, নতুন মডেলের এই অটোরিকশাটি সৌরবিদ্যুৎ চালিত। বাংলাদেশে তৈরি এ অটোরিকশার দাম দুই লাখ ৭০ হাজার টাকা।

ফেরদৌস/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।