রেলের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে : রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৫ জুলাই ২০১৯

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলের উন্নয়নে বর্তমান সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। চাহিদার ভিত্তিতে যেখানে নতুন রেললাইন নির্মাণ করা দরকার সেখানে নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। যেখানে সংস্কার দরকার সেখানে সংস্কার করা হচ্ছে। নিরাপদ ভ্রমণে রেলের উন্নয়নে যা যা করা দরকার সেগুলোই পরিকল্পনা নেয়া হয়েছে। শুক্রবার বিকেলে নাটোর রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ রেলের প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় নাটোর-রাজশাহী সরাসরি রেললাইন নির্মাণ, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজসহ বিভিন্ন দাবি রেলমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। মন্ত্রী পর্যায়ক্রমে দাবি পূরণের আশ্বাস দেন। পরে মন্ত্রী একতা এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় জেলার উদ্দেশ্যে রওনা দেন।

রেজাউল করিম রেজা/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।