হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক করে পাবনা জেলা বিএনপির নতুন কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:০২ পিএম, ০৬ জুলাই ২০১৯

পাবনা জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে ৪৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক ছাত্রলীগ সভাপতি এবং পরবর্তীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক করা হয়েছে। নতুন এই কমিটিতে আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারকে যুগ্ম আহ্বায়ক ও সিদ্দিকুর রহমান সিদ্দিককে সদস্য সচিব করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ৪ জুলাই স্বাক্ষরিত এ নতুন কমিটির বিষয়টি শনিবার (৬ জুলাই) নিশ্চিত করেন সদ্য বিলুপ্ত পাবনা জেলা কমিটির সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার।

PABNA-BNP

PABNA-BNP

কমিটির অন্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জনিয়ার হাবিবুর রহমান তোতা, সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব, সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, কৃষিবিদ হাসান জাফির তুহিন, মোখলেসুর রহমান বাবলু (শেখ হাসিনার ট্রেন সফরে গুলিবর্ষণ মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত), জহুরুল ইসলাম বাব, সদ্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, ফজলুর রহমান ফকির, তৌফিক হাবিব, কে এম মুসা, আবু ওবায়দা সেখ তুহিন, অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান (মাসুদ খন্দকার), ব্যারিস্টার সাইফুর রহমান, পূর্ণিমা ইসলাম, সাবির হাসান বাচ্চু, নুর মোহাম্মদ মাসুম বগা, সাইফুল ইসলাম বাদশা, সেলিম আহমেদ, আনিসুল হক বাবু, আবুল হাসেম, রেহানুল ইসলাম বুলাল, আব্দুল হালিম সাজ্জাদ, শহিদুর রহমান টুটুল বিশ্বাস, জাকারিয়া পিন্টু, আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, মাহমুদন্নবী স্বপন, মোফাজ্জ্বল হোসেন মোশাই, জহুরুল ইসলাম, ফরহাদ জোয়ার্দার (কাউন্সিলর), আক্তারুজ্জামান, তপন কুমার সাহা, ডা. আহমেদ মোস্তফা নোমান, অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়, মিসেস মেহেরুন্নেসা, ইউসুফ আলী মোল্লা, আব্দুল মান্নান খান চুকু, সাজ্জাদ হোসেন স্বপন ও শফিউল আলম শফি।

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মান্নান মাস্টার জানান, আগামী তিন মাসের মধ্যে তৃণমূল পর্যায় থেকে সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

এ কে জামান/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।