মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:০১ এএম, ১২ জুলাই ২০১৯

বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার থেকে জেলা থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন এ সকল রুটে চলাচলকারী যাত্রীরা। কুষ্টিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে যাওয়া মানুষগুলো পড়েছেন বেশি বিপদে। তারা বাধ্য হয়ে অবৈধ আলগামন, করিমন ও নছিমনে যাতায়াত করছেন।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, আন্তঃজেলার সকল রুটে টানা ৩৬ দিন বাস চলাচলের পর ৪৬ দিন বাস বন্ধ রাখতে হয়। এ সময় কোনো কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করতে হয় শ্রমিকদের। বন্ধের সময়সীমা কমাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে প্রতিটি বাস দু’বার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবি তাদের। মালিকপক্ষ দাবি না মানায় বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা।

meher

এদিকে বাস মালিক সমতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, শ্রমিকদের এ দাবি আগেও মানা হয়েছিল। পরবর্তীতে শ্রমিকরাই তা পরিবর্তন করেছে। মালিকদের সঙ্গে না বসেই শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে বলে দাবি তার।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উভয় পক্ষের সঙ্গে সমঝোতা করে খুব শিগগিরই বাস চলাচল শুরু করা হবে।

আসিফ ইকবাল/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।