ছেলের মারধরে রক্তাক্ত মা, সইতে পারলেন না বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৩ জুলাই ২০১৯
ফাইল ছবি

কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত পারিবারিক কলহের জের ধরে রুহুল আমিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলের মারধরে মা মাহিমা খাতুন (৬০) গুরুতর আহত হয়েছেন। তিনি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন একই এলাকার মৃত আফসার মন্ডলের ছেলে।

নিহতের বড় ছেলে আব্দুল হালিম জানান, সকালে জমিজমা নিয়ে বাবা রুহুল আমিনের সঙ্গে ছোট ভাই সাজুর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মা ঠেকাতে গেলে সাজু মায়ের মাথায় আঘাত করে। এতে মায়ের মাথা ফেটে যায়। এ সময় বাবা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত বাবাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জালাল উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। নিহতের ছেলে সাজু ও তার স্ত্রী সালমা খাতুন পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

আল-মামুন সাগর/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।