তিস্তা নদীতে নিখোঁজ দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৫ জুলাই ২০১৯

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীর ডোবাতে গরুর খাবার জন্য পাটপাতা সংগ্রহে করতে গিয়ে নিখোঁজ দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ডুবরি দল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের তিস্তার ডোরা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আরাজি দেওডোবা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোহছেনা বেগম (৪০) ও আনছার আলীর স্ত্রী রহিমা বেগম (৩৫)। তারা সস্পর্কে একে অপরের জা।

এর আগে গতকাল বুধবার (২৪ জুলাই) দুপুরে বাড়ির পাশে তিস্তার ডোরা নদী পাড়ি দিয়ে পাটক্ষেতে পাটপাতা সংগ্রহে গিয়ে নিখোঁজ হন তারা।

আদিতমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাজমুল হক বলেন, দুই গৃহবধূ গরু-ছাগলের খাদ্য হিসেবে পাট গাছের পাতা সংগ্রহ করতে পাশের তিস্তার ডোরা নদী (তিস্তা নদীর নালা) পাড়ি দিয়ে ওপারে যান। এরপর থেকে নিখোঁজ হন তারা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ওই নালার স্রোতে ভেসে গেছেন বলে ধারণা করে ফায়ার সার্ভিসকে খবর দেন।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে আসতে বলে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ওই দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। পরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রবিউল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।