পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ১৫ বছরের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৪ আগস্ট ২০১৯
প্রতীকী ছবি

পিরোজপুরে নুহু হাওলাদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত নুহু হাওলাদার জেলার ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ নভেম্বর বরিশাল র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে নুহু হাওলাদারকে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ আটক করে। পরে এ ঘটনায় ওই দিন রাতে র‌্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নুহুকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করে।

দীর্ঘ শুনানির পর আজ আসামির উপস্থিতে আদালত এ রায় ঘোষণা করেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলির ( পিপি) খান মো. আলাউদ্দিন।

মাহামুদুর রহমান মাসুদ/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।