গ্যাস ভরার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৯ আগস্ট ২০১৯

কুমিল্লায় যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে খোরশেদ আলম (২৭) নামে এক পাম্প কর্মচারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেলার সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকার রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলমের বাড়ি সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা পরিবহনের একটি বাস (ঢাকা জ ১১-০০১১) রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে গ্যাস ভর্তি করছিল। এ সময় আকস্মিকভাবে ওই বাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা আটজন আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে খোরশেদ আলমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অন্যরা হচ্ছেন- সদর দক্ষিণ উপজেলার সাওড়াতলী গ্রামের আলী আক্কাছের ছেলে কামাল হোসেন, একই গ্রামের রাসেল, দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের শরীফ, সদর উপজেলার বারপাড়া এলাকার জুয়েলের ছেলে সিফাত এবং নগরীর ঠাকুরপাড়া এলাকার আশিষ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যমুনা পরিবহনের অপর একটি বাসের চালক আহত কামাল হোসেন বলেন, যমুনা পরিবহনের ওই বাসটি যাত্রীবিহীন অবস্থায় রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস ভরছিল। আমরা পাম্পে অবস্থান করছিলাম। এ সময় ওই বাসের গ্যাস সিলিন্ডারটি বিকট আওয়াজে বিস্ফোরণ হয়।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিলিন্ডার বিস্ফোরিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনের মালিক আলী মনসুর ফারুক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পাম্প কর্মচারী খোরশেদ আলম মারা যান। তার মরদেহ কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে।

কামাল উদ্দিন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।