মাছ ধরতে গিয়ে ২ বোন চারদিন ধরে নিখোঁজ
বান্দরবানের লামা উপজেলায় মাছ ধরতে গিয়ে চারদিন ধরে একই পরিবারের দুই কন্যাশিশু নিখোঁজ। ওই দুই শিশুর নাম ইয়াছমিন বেগম (১১) ও মুক্তা বেগম (৯)।
এরা উপজেলার বাতেন টিলা এলাকার মনির আহমদের মেয়ে ও ক্রংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ দুই শিশুর বাবা মনির আহমদ বলেন, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বমু খাল পার হয়ে বাড়ির পাশের একটি বিলে ইয়াছমিন ও মুক্তা মাছ ধরতে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরার কারণে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করি। কোথাও খুঁজে না পেয়ে স্থানীয় প্রশাসনকে জানাই।
লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, আমরা নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছি। সোমবার দুপুর থেকে একদল কর্মী ঘটনাস্থল ও আশপাশের এক কিলোমিটার এলাকা পর্যন্ত তল্লাশি চালিয়েও শিশু দুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। চট্টগ্রামে অভিজ্ঞ ডুবুরি টিমকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, নিখোঁজ দুই শিশু উদ্ধারের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দমকল বাহিনীর সদস্যদের পুলিশের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে।
সৈকত দাশ/এমএএস/এমএস