তাল কুড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল (১০) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সোমবার সকাল ৬টার দিকে তাল কুড়াতে গিয়ে কবিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের সুনীল ভূইঞা বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ইকবাল ওই গ্রামের বেলায়েত মিয়ার ছেলে এবং ফতেজঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার রাতে বৃষ্টি হওয়ায় বিদ্যুতের তারসহ একটি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যায়। পরে সকালে ইকবাল তাল কুড়াতে গিয়ে অসাবধানতাবশত ওই বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যায়।

স্থানীয়রা জানান, স্কুলছাত্র ইকবালের মৃত্যুতে এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মিজানুর রহমান/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।