বন্ধুদের সঙ্গে ছাদে উঠে প্রাণ গেল স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ভবনের ছাদ থেকে পড়ে আসিফ মুন্সী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আসিফ উপজেলার উপজেলার মোল্লাকান্দি গ্রামের জামাল মুন্সীর ছেলে এবং খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফ ও বালুরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, আসিফ বিদ্যালয়ের হাজিরা খাতায় অনুপস্থিত ছিল। সকাল ১০টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একতলা ভবনের ছাদে গেলে আসিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।