সিরাজগঞ্জে ডেঙ্গুতে আবারও এক নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯

একদিনের ব্যবধানে আবারও সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে নিলুফা ইয়াসমিন নীলা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার ভোর রাত ৩টার দিকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার মৃত্যু হয়। নিহত গৃহবধূ নীলা সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া এলাকার নাসির উদ্দিনের মেয়ে।

নিহতের বড় ভাই আসাদুজ্জামান সোহেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ছোট বোন নীলা দীর্ঘদিন যাবৎ ঢাকার উত্তরা ১২নং সেক্টরে বসবাস করতো। সেখানেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যায় নীলা।

নীলার নামাজে জানাজা রোববার বাদ জোহর সিরাজগঞ্জ চৌরাস্তা মসজিদে অনুষ্ঠিত হয় এবং রহমতগঞ্জ কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত, সিরাজগঞ্জে কলেজছাত্রের পর এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে নিলুফা ইয়াসমিন (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার গভীর রাতে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। নিলুফা ইয়াসমিন সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ মহল্লার নুরুল ইসলামের স্ত্রী।

নিলুফার ছেলে মো. সুমন হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার ডেঙ্গু আক্রান্ত হয়ে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হন নিলুফা ইয়াসমিন। শুক্রবার রাতে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে রাত ১২টার দিকে নিলুফা ইয়াসমিন মারা যান। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গত ১৭ আগস্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসার্ধীন অবস্থায় কলেজ ছাত্র মেহেদী হাসান মীম (১৮) মারা যায়।

মেহেদী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও সরকারি হাজী কোরব আলী মেমোরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।