গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে নাছিমা বেগম (২০) নামে এক গৃহবধূ ও ফুলছড়ি উপজেলায় হায়দার আলী (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের নংকার ভিটা গ্রামে বজ্রপাত হলে নাছিমা বেগমের মৃত্যু হয়।
মৃত নাছিমা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের নংকার ভিটা গ্রামের স্বপন মিয়ার স্ত্রী।

ঘুড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, রোববার বিকেলে নাছিমা বাড়িতে সাংসারিক কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে শরীরের একাংশ পুড়ে যায়। এতে অজ্ঞান হয়ে পড়েন তিনি। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে হায়দার আলীর মৃত্যু হয়। রোববার দুপুরে উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কৃষক হায়দার আলী ওই গ্রামের কছির উদ্দিনের ছেলে।

উদাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, দুপুরে হায়দার আলী বৃষ্টির মধ্যে বাড়ির পাশে রোপা আমন ধানখেতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান হায়দার আলী।

জাহিদ খন্দকার/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।