সাতক্ষীরায় তিনশ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯

সাতক্ষীরায় তিনশ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, আওয়ামী লীগ নেতা শেখ নুরুল হক, হারুন উর রশিদ, শ্রমিক লীগের সভাপতি সাইফহল করিম সাবু, শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, পৌর প্যানেল মেয়র আব্দুস সেলিম, কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, শেখ আব্দুস সেলি, শফিকুল আলম বাবু, জ্যোৎস্না আরা, ফারাহ দিবা খান সাথী প্রমুখ।

সাতক্ষীরার জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ১৫ দিনব্যাপী এ মেলা উপলক্ষে শহরজুড়ে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। শহীদ আব্দুর রাজ্জাক পার্কের জায়গাজুড়ে দুই শতাধিক স্টল করা হয়েছে। এছাড়া পলাশপোল স্কুলের আশপাশে লৌহজাত দ্রব্য, বাঁশ ও বেতের দোকান, পলাশপোল স্কুল থেকে খুলনা রোডের মোড় পর্যন্ত রাস্তার দুপাশে নার্সারি দোকান, শিল্পকলা একাডেমির সামনে নাগরদোলা ও রেলগাড়ি, নৌকা ও বিভিন্ন প্রকার মিষ্টির দোকান বসেছে।

তবে এবারের মেলায় জুয়া, হাউজি, লটারি, র‌্যাফল ড্র, লাকি কুপন, ফড়, চরকি, নগ্ন নৃত্য এবং অননুমোদিত যাত্রা, পুতুল নাচ বন্ধ থাকবে।

মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‍্যাবের টহল দল, আনসার-ভিডিপি, স্কাউট ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

প্রায় তিনশ বছর আগে মনসা ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে পলাশপোল গুড়পুকুর পাড়ে প্রথম এ মেলা বসে। পুকুরের নামানুসারে মেলার নামকরণ করা হয় ‘গুড়পুকুরের মেলা’।

আকরামুল ইসলাম/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।