সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ২ শ্রমিক
প্রতীকী ছবি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হিরেরচক চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।
বিকেলে চিংড়ি ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত দুই শ্রমিক হলেন নুরুল হক (৫৫) ও রাধা দাশ (৬০)। তারা ওই ঘেরের শ্রমিক ছিলেন।
দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, সকাল থেকে ঘেরের মধ্যে জেনারেটর লাগানোর কাজ করছিলেন দুই শ্রমিক। এরই মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তারা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুজনের শরীরে পোড়া দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টেই তাদের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ