কিশোরীকে ধর্ষণের দায়ে রিকশাচালকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯

শরীয়তপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে আল আমিন খাঁ (৩৫) নামে এক রিকশাচালকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

এছাড়া অপর আসামি মানিক সরদারের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ছালাম খান এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আল আমিন খাঁ ডামুড্যা উপজেলার সম্ভুকাঠি গ্রামের নুর হক খাঁর ছেলে। খালাসপ্রাপ্ত মানিক সরদার একই এলাকার মজিদ সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় ডামুড্যা উপজেলার ভয়রা গজারিয়া এলাকায় এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়। পরের দিন ৭ জানুয়ারি ওই কিশোরী বাদী হয়ে আল আমিন খাঁ (৩৫) ও মানিক সরদারকে (৩২) আসামি করে ডামুড্যা থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ।

তবে আসামি পক্ষের আইনজীবী এনামুল হক এনাম বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করব।

মো. ছগির হোসেন/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।