খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০১ অক্টোবর ২০১৯
ছবি - ফাইল

খুলনায় পূর্ব শত্রুতার জের ধরে শহিদুল ইসলাম রাসেল (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন খাঁ বাড়ি মোড়ে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল সোনাডাঙ্গা খাঁ বাড়ি এলাকায় কবীরের বাড়ির ভাড়াটিয়া রবিউল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে করে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার দেলোয়ার ও খাঁ বাড়ি এলাকার রাসেল দেশী অস্ত্র হাতে নিয়ে খাঁ বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. শাকিলুজ্জামান জানান, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শহিদুল ইসলাম রাসেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আটকের চেষ্টা করা হচ্ছে।

আলমগীর হান্নান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।