ঘরের মেঝেতে গুলিভর্তি রিভলবার পুঁতে রাখলেন মজনু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:০২ পিএম, ০২ অক্টোবর ২০১৯

গাইবান্ধায় ছয় রাউন্ড গুলি ও রিভলবারসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেল ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের পাশে গাছাবাড়ি গ্রামের ডাকাত মজনুর বাড়ির ঘরের মেঝেতে পুঁতে রাখা গুলিভর্তি রিভলবারটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের মৃত মোসলেমের ছেলে মজনু ও বোনারপাড়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মোকলেছের ছেলে মোহাব্বত আলী গাদু।

গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মজনু ও গাদু চিহ্নিত ডাকাত। সুযোগ বুঝে পথচারী ও যানবাহন আটকে যাত্রীদের মাথায় রিভলবার ঠেকিয়ে সর্বস্ব লুট করে নেয় তারা। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ফাঁসিতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী মজনুর বাড়ি থেকে গুলিভর্তি রিভলবার উদ্ধার করা হয়।

জাহিদ খন্দকার/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।