হাতিয়ায় একই পরিবারের ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৩ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই। তারা ওই এলাকার চরকৈলাশ গ্রামের মফিজ উদ্দিনের বাড়ির মো. বাবুল উদ্দিনের ছেলে মো. ফাহিম উদ্দিন (৪) ও তার ভাই রাফুল উদ্দিনের ছেলে মো. আরমান উদ্দিন (৩)। তাদের বাড়ি পৌরসভার ১নং ওয়ার্ড চরকৈলাশ গ্রামে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. এরফান উদ্দিন জানান, সন্ধ্যায় শিশু ফাহিম ও আরমান উদ্দিন (৩) বাড়িতে খেলছিল। এক পর্যায়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অনেকক্ষণ পর তাদেরকে বাড়ির সামনে ডোবার পানিতে ভাসতে দেখে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ খবর গ্রামে পৌঁছার পর পরিবারে শোকের ছায়া নেমে আসে। তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম জানান, তিনি ঘটনাটি শুনেছেন।

মিজানুর রহমান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।