দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী।
গতকাল সোমবার রাতে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। নিহত রুবেল মাধবপুর উপজেলার কালিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লেয়াকত আলী জানান, সোমবার সন্ধ্যায় মহাসড়কের ওলিপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রুবেল মিয়া ও রেজা মিয়া নামে দুইজন গুরুতর আহত হন। তাদেরকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে মারা যান রুবেল। রেজা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কামরুজ্জামান আল রিয়াদ/আরএআর/এমএস