‘তুহিনকে যারা মেরেছে তাদের মানুষ বলা যাবে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৫ অক্টোবর ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে শহরের আলফাত স্কয়ার রোড এলাকায় ‘খেলাঘর’ নামে একটি সংগঠন অয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ জেলা খেলাঘর’র সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল বর্মণ, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, আজিজুর ইসলাম তহুর, ফায়ার সার্ভিস কর্মকর্তা হায়দার আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ড বাংলাদেশের সকল হত্যাকাণ্ডকে হার মানিয়েছে। তুহিনকে যারা মেরেছে তাদের মানুষ বলা যাবে না, তারা পশুর চেয়েও অধম। দেশে একটি ৫ বছর বয়সী শিশু নিরাপদ নেই তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে।

বক্তারা আরও বলেন, তুহিনকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের চিহ্নিত করতে হবে। আইনের আওতায় নিয়ে এসে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তুহিনকে নৃশংসভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হোক।

মোসাইদ রাহাত/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।