গাইবান্ধায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২১ অক্টোবর ২০১৯

গাইবান্ধায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সজিব মণ্ডল (২০) ও রাকিবুল ইসলাম (১৯)। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

আটক সজিব মণ্ডল সাদুল্লাপুর থানার চক দুর্গাপুর গ্রামের শামসুল হক মণ্ডলের ছেলে। রাকিবুল ইসলাম পলাশবাড়ি থানার উদয়সাগর গ্রামের সাজু মিয়ার ছেলে।

ডিবির ওসি মোস্তাফিজার রহমান বলেন, রোববার রাত ১২টার দিকে সাদুল্যাপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে কিশোর গ্যাংয়ের ওই দুই সদস্যকে সাতদিনের কারাদণ্ড দেয়া হয়।

জাহিদ খন্দকার/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।