‘আ.লীগ নেতাকর্মীদের অস্ত্র দেখিয়ে দল ছাড়তে হুমকি দেয়া হয়’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৯

আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রের মুখে দল থেকে পদত্যাগ করতে বাধ্য করে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠনগুলো- এমন অভিযোগ করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

সোমবার সকালে রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন উল্লেখ করে দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের যেকোনো রাজনৈতিক সংগঠন করার অধিকার রয়েছে। কিন্তু আঞ্চলিক সংগঠনগুলো পাহাড়ের সাধারণ জনগণসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দল থেকে পদত্যাগ করার জন্য হুমকি দেয়। পাহাড়িদের আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না। কিন্তু আওয়ামী লীগকে পার্বত্য অঞ্চলের জনগণ ভালোবাসে। তাই পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর প্রাণনাশের হুমকি উপেক্ষা করে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আসছেন এখানে জনগণ।

পাহাড়ের অবৈধ অস্ত্রধরীদের প্রসঙ্গে তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র দিয়ে যারা পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচার নির্যাতন চালাচ্ছে তাদের দিন শেষ হয়ে এসেছে। সম্মেলনের মধ্য দিয়ে ত্যাগী ও আদর্শবান কর্মীদের স্থান দিয়ে সংগঠনকে শক্তিশালী করা হবে। পাহাড়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

জুড়াছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা প্রমুখ।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।