৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৯

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাত বছরের শিশু সাবিহাকে ধর্ষণের পর হত্যার দাায়ে ধর্ষক আবু তালেবকে (৩৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু তালেব মিরপুর উপজেলার মিঠন হঠাৎপাড়া গ্রামের রওশন আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে শিশু সাবিহা (৭) নিজ বাড়ির আঙিনায় প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করছিল। এরপর থেকে শিশুটি নিখোঁজ হয়। পরদিন সকাল ১০টায় পার্শ্ববর্তী ধানক্ষেতের সেচ খাল থেকে শিশু সাবিহার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রস্তুতির সময়ই প্রাথমিকভাবে পুলিশ টের পায় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহত শিশুর বাবা ভাষা আলী বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একমাত্র আসামি আবু তালেবকে চিহ্নিত করে গ্রেফতার পূর্বক ২০১৮ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌঁসুলি মেহেদী হাসান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।