‘বুলবুল’র প্রভাবে উত্তাল সমুদ্র, জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৮ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে মো. বেল্লাল নামের (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার তীরে ফেরার পথে মহিপুর বন্দর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান বলেন, নিখোঁজ জেলে বেল্লালকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এফবি মা কুলসুম ট্রলারের মাঝি মো. হারুন মিয়া জানান, সাগর প্রচণ্ড উত্তাল থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলারের অপর ১৬ জন জেলে নিরাপদে শুক্রবার সকাল ১০টায় এসে মহিপুর বন্দরে এসে পৌঁছেছেন।

কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা জানান, বর্তমানে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উত্তাল সমুদ্র থেকে সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্য বন্দর আলীপুর, মহিপুরের শিববারিড়া নদসহ বিভিন্ন পোতাশ্রয়ে নিরাপদ আশ্রয়ে আসতে শুরু করেছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।