বুলবুল মোকাবিলায় প্রস্তুত ভোলা জেলা প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৮ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় ভোলা জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। শুক্রবার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে এ নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় ভোলা জেলায় ৬৬৮টি আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হয়েছে। ৯২টি মেডিকেল টিম গঠন এবং ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও জনসচেতনতা বাড়াতে উপকূলে চলছে প্রচারণা। ১৩ হাজার স্বেচ্চাসেবীকে প্রস্তুত এবং ত্রাণ মজুত রাখা হয়েছে।

Bhola-Cyclone-News-Pic-2.jpg

এ দিকে ভোলায় ৪ নম্বর সতর্কতা সংকেত চলছে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সকাল থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কোথায় কোথায় আবার ভারী বর্ষণ হয়েছে। নদী এবং সাগর উত্তাল হয়ে উঠেছে। মাছ ধরার নৌকা ও ট্রলার র্তীরে আসতে শুরু করেছে।

জুয়েল সাহা বিকাশ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।