বুলবুলে নিঃস্ব কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১২ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পটুয়াখালীতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোপা আমনের ২৭ শতাংশ, শাকসবজি ৩৯ শতাংশ এবং খেসারি কলাই ক্ষতিগ্রস্ত হয়েছে শতভাগ।

রাঙ্গাবালী উপজেলার কৃষক মো. আহাদ মিয়া বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পাকা আমনের সব নষ্ট হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে পারব না। সব শেষ আমার।

গলাচিপা উপজেলার কৃষক আসুতোস রায় বলেন, ঋণ নিয়ে জমি রেখেছিলাম। সে জমিতে ধান লাগিয়েছি। ঘূর্ণিঝড় সব শেষ করে দিয়েছে। কিভাবে আমি ঋণ পরিশোধ করব জানি না।

পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে জেলায় ব্যাপক আমনের ক্ষতি হয়েছে। এবার পটুয়াখালীতে দুই লাখ ২৩ হাজার ৩৩৯ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছিল। ৬৬০ হেক্টর জমিতে শাকসবজির আবাদ করা হয়েছিল। এর মধ্যে ১৮০ হেক্টর জমি শাকসবজি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮০০ হেক্টর জমির খেসারি কলাই পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।