মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা
মালয়েশিয়ায় আব্দুল্লাহ আল-মামুন (৩২) নামে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। মালয়েশিয়ার স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত আব্দুল্লাহ আল-মামুন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মুনসুর আলীর ছেলে।
কৃষ্ণনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, দশ বছর আগে শ্রমিক হিসেবে মালয়েশিয়া যায় মামুন। এর মধ্যে কয়েক বার বাড়িতেও এসেছেন বেড়াতে। শুক্রবার বিকেলের দিকে বাড়িতে সংবাদ আসে মালয়েশিয়ার একটি দোকানে কর্মরত থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। তবে মালয়েশিয়ার কোথায় এ ঘটনা ঘটেছে সেটি জানাতে পারেনি তার পরিবার।
কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে বিস্তারিত কোন তথ্য আমাদের কাছে নেই। মামুনের পরিবারও থানায় বিষয়টি জানায়নি।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস