অতিরিক্ত লবণ কিনে গুনতে হলো জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৯ নভেম্বর ২০১৯

পটুয়াখালীতে অতিরিক্ত লবণ কেনার অপরাধে দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে শহরের নিউ মার্কেট এলাকায় এই আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- শহরের ৯নং ওয়ার্ডের কালিকাপুর এলাকার সুলতান মিরা এবং আউলিপুর এলাকার জাকারিয়া শিকদার। তাদের উভয়কে দুইশত টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান জানান, গুজবে বিশ্বাস করে অতিরিক্ত লবণ কেনার অপরাধে দুই জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। গুজব প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।