মাদারীপুরে স্কুলছাত্রকে পিটিয়ে জখম, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫ এএম, ২৫ নভেম্বর ২০১৯

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রকে কোমরের বেল্ট ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে আরেক দল শিক্ষার্থী। এ ঘটনায় দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের স্বাস্থ্য কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বাছির হোসেন (১৩) অবস্থায় ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। বাছির শিবচর উপজেলার স্বাস্থ্য কলোনি এলাকার সালাম সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে শিবচর পৌরসভার স্বাস্থ্য কলোনি এলাকায় একদল স্কুলছাত্র সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বাছির হোসেনকে মারধর করে। কোমরের বেল্ট ও লাঠি দিয়ে আঘাত করলে বাছিরের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিজেদের মধ্যে জেরে এই মারামারির ঘটনা ঘটেছে। মারামারির খবর পেয়ে আমি দ্রুত পুলিশ পাঠাই। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

এ কে এম নাসিরুল হক/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।