টোলের নামে চাঁদাবাজি বন্ধ না হলে ধর্মঘট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৭ নভেম্বর ২০১৯

টোলের নামে জোর করে চাঁদা আদায় বন্ধের দাবিতে গণঅবস্থান ও সংহতি সমাবেশ করেছেন ঠাকুরগাঁওয়ের ইজিবাইক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ সমাবেশ করা হয়। সমাবেশে সদর উপজেলার ২৫টি ইজিবাইক স্ট্যান্ড কমিটির শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

news-pic--(2)

এতে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম রুবেল, সহ-সভাপতি বাদশা মিয়া, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, শ্রমিক নেতা দেওয়ান ও লাবুসহ জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে টোলের নামে চাঁদাবাজি বন্ধ না হলে আগামী ২ ডিসেম্বর অর্ধদিবস পরিবহন ধর্মঘট ডাকা হবে বলে হুঁশিয়ারি দেন।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।