কুষ্টিয়া আ.লীগের নেতৃত্বে সদর উদ্দিন-আজগর আলী
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি পদে সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক পদে আজগর আলী মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কমিটির বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জাহিদ হাসান জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ এবং ১নং সদস্য পদে আনোয়ার আলী।
শহরের ইসলামিয়া কলেজ মাঠে দীর্ঘ পাঁচ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা আওয়মী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/আরএআর/পিআর