মেহেরপুরে জ্বালানি তেল বিক্রি বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:৪৮ এএম, ০১ ডিসেম্বর ২০১৯

জ্বালানি তেল বিক্রয়ের কমিশন বৃদ্ধি, ট্যাংকলরী শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা চালু, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে তেল উত্তোলন, বিক্রয়, ও পরিবহন বন্ধ রেখেছেন পাম্প মালিক ও এর সঙ্গে জড়িতরা। ফলে আজ (১ ডিসেম্বর) সকাল থেকে কোনো পাম্প থেকে বিক্রিয় করা হচ্ছে না ডিজেল, পেট্রল, অকটেন।

এদিকে পেট্রল পাম্পে বিক্রি বন্ধ থাকায় তেল নিতে এসে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। ভুক্তভোগীরা জানিয়েছেন সামনেই বোরো মৌসুম এভাবে তেল বিক্রয় বন্ধ থাকলে সবচাইতে বেশি বিপাকে পড়তে হবে কৃষকদের। কারণ একদিন পর পর ধানের জমিতে সেচ দিতে হয় তাদের।

মেহেরপুর মাম্প মালিক সমিতির সভাপতি নুর হোসেন আঙ্গুর জানান, এটি কেন্দ্রের সিদ্ধান্ত। দাবি মানা না পর্যন্ত তেল বিক্রয় বন্ধ থাকবে।

আসিফ ইকবাল/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।