মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:০১ পিএম, ০১ ডিসেম্বর ২০১৯
প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের ধাক্কায় জিরু মাতুব্বর (২৫) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার টেকেরহাট উত্তরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিরু মাতুব্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের ইলিয়াছ মাতুব্বরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট উত্তরপাড় নামক স্থানে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস টেকেরহাটগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জিরু মাতুব্বর গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।